Home আজকের গরম খবর গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন

গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন

0
গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন

গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেনকে আগামীকাল সোমবারের মধ্যে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হতে পারে।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়াসহ চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরেণ্য এ নির্মাতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন।

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার বাবার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ওই হাসপাতাল থেকে আমজাদ হোসেনের শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। রোববার দুপুরের পর তা পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই সোমবার তাকে নিয়ে রওনা দেবে তার পরিবার।

উল্লেখ্য, চলচ্চিত্র গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত রোববার তাকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়েছে।

251Shares