Home আজকের গরম খবর খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ

খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ

0
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ

খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান। এরপর কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শপথবাক্য পাঠ করান।

আজ খুলনা সিটি কর্পোরেশনের ৩১ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কমিশনার শপথগ্রহণ করেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ মে।