জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার রায় নিয়ে দেশের কোথাও কোনও প্রতিবাদ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সামাজিক অবস্থা ও বয়স বিবেচনা করে, তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন সেইসব বিবেচনায় জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে। প্রয়োজনে তাকে সরানো হতে পারে।