কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাননি। তবে জামিন চেয়ে করা তার আবেদনটি আগামী তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল রবিবার এ মামলায় শুনানি শেষ হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর খালেদার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালত আদেশে বলেছেন, যেহেতু ওই জামিন আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। সেজন্য আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জামিন আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার পরবর্তী আদেশের জন্য আসবে।