বিএনপি’র চেয়ার পার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি’র প্রতিবাদে জার্মান বি.এন.পি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের নেতৃত্যে ৯ই এপ্রিল সন্ধ্যা ৬ ঘটিকায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জার্মান বি.এন.পি ।

প্রতিবাদ সভায় জার্মান বি.এন.পি এর সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম বলেন,  বর্তমান সরকার একটি অবৈধ সরকার তাদের সকল কর্মকাণ্ডই অবৈধ । দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলে জাতি এই সরকারকে ছাড়বে না। দেশ নেত্রির খালেদা জিয়ার মত একজনের বিরুদ্ধে বাস পোড়ানোর মত হাস্যকর মামলা দেয়া কোন সুস্থ স্বাভাবিক সরকারের পক্ষে অসম্ভব।তিনি অভিলম্বে এই সকল হাস্যকর মামলা তুলে নেয়ার দাবি জানান। দেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে , শিগ্রই এই সরকারকে গদি থেকে নামিয়ে দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তিনি আরো বলেন,  সরকার পতনে সংগ্রাম এর কোনো বিকল্প নেই ৷দেশ-বিদেশে যে যেখানেই থাকুক, নিজ নিজ অবস্থান থেকে সংগ্রাম করতে হবে ৷ নিজেদের ঐক্কবদ্ধ হয়ে কাধে কাধে মিলিয়ে দল এবং এই সরকারের হাত থেকে দেশ রক্ষায় কাজ করতে হবে । 12967370_10206427917560873_6175466383196910311_o

দলের সাধারণ সম্পাদক জনাব মাসুদ রেজা বলেন, দেশের এই পরিস্থিতি তে শহীদ জিয়ার আদর্শে নিজেদের গড়ে তুলে আওয়ামী এক নায়কতন্ত্র সরকার পতনে এগিয়ে আসতে হবে৷ জার্মান বি.এন.পি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জার্মান বি.এন.পি’র আসন্ন কাউন্সিল ২০১৬ এর প্রধান নির্বাচন কমিশনার ফারুক আলম, আওলাদ হোসেন , মোজাম্মেল হক , সেলিম বেপারী চঞ্চল , শাহা আলম , নিয়াজ হাবিব , দেলোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।