ব্রিটিশ এমপি ও আইনজীবী লর্ড আলেক্সান্ডার কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ভারত।
উল্লেখ্য, লর্ড কার্লাইল বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও একজন আইনজীবি। তিনি বুধবার রাতে দিল্লী বিমানবন্দরে পৌঁছান। সে সময় ইমিগ্রেশন কর্মকর্তারা ভারত সরকার কর্তৃক তার ভিসা প্রত্যাহারের বিষয়টি অবহিত করেন।
জানা গেছে, বুধবার দিল্লীর বিমানবন্দর থেকেই ফিরতি ফ্লাইটে লর্ড কার্লাইল লন্ডন যাত্রা করেন। তাঁর এই দিল্লি ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার জেলে আটক থাকা বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করা।
আজ বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সূত্র: এনডিটিভি