ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মু এলাকায় আট বছরের মেয়েকে একটি মন্দিরের ভেতরে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার দাবিতে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, দোষীদের বিচারের দাবিতে রবিবার নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালোরসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে সাধারণ জনতা।
বিক্ষোভকারীদের একজন জানান, ভারতে প্রতিদিন ছোটরা ধর্ষণের শিকার হচ্ছে। আবার ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সমর্থন করা হচ্ছে। এটা একেবারেই ন্যাক্কারজনক। এখনই সময় এটার প্রতিবাদ জানানোর।
বিজেপির নেতারা এবং জম্মু-কাশ্মির সরকারের দু’জন মন্ত্রী অভিযুক্তদের সাফাইে গেয়ে র্যালি করেছে।
এদিকে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক। এ ঘটনায় যোগি আদিত্যনাথও পার পাচ্ছেন না। এসব বিষয়ের প্রতিবাদ জানিয়েই মাঠে নেমেছে হাজার হাজার মানুষ।