Home আজকের গরম খবর কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের জামিন স্থগিত

কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের জামিন স্থগিত

0
কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের জামিন স্থগিত

 

আজ মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

গতকাল সোমবার কুমিল্লায় নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত। জামিন আদেশের পরই রাষ্ট্রপক্ষ আদেশের বিরোধিতা করে আবেদন করেন।

আজ আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।