কাজীপাড়া অগ্রণী যুব নিশান ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

0
584

রাউজানে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কাজীপাড়া অগ্রণী যুব নিশান
ক্লাবের সদস্যরা। দীর্ঘ দিন ধরে জগৎধর সড়কের মধ্যবর্তী ব্রীজটি সংস্কারের
অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়ে।  ফলে রাস্তা দিয়ে যান চলাচল বিঘ্ন ঘটতো। তাই
রাস্তা ব্রীজ সংস্কারে তরুণ- যুবকদের এ উদ্যোগে ভুক্তভোগীরা আশান্বিত হয়।
এক ঝাঁক তরুণ আনন্দের সঙ্গে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গায়ের ঘাম ঝরিয়ে
নিরলসভাবে সড়ক মেরামতের কাজ করেছে।
স্থানীয় গ্রামবাসীর কষ্ট লাঘবের জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে সামাজিক সংগঠন
‘কাজীপাড়া অগ্রণী যুব নিশান  ক্লাবের’ একঝাঁক তরুণ সড়কটি সংস্কার করেছে

সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্কুল,কলেজ পড়ুয়া তরুণরা পুরোদমে মিলে কাজ
করছেন। কেউ বালি পাথর আনছেন। আবার কেউবা সড়কে কংকিট ভাঙ্গছেন। কেউ গর্ত
ভরাট করছেন। সবাই আনন্দ উচ্ছ্বাসে সড়কে কাজ করছেন।
মেরামত কাজে অংশ নিয়েছেন কাজীপাড়া অগ্রণী যুব নিশান  ক্লাবের সহ-সভাপতি
ফারুক পিয়ারো, সাংগঠনিক সম্পাদক ইকরাম,মোঃআহসান হাবীব মিনহাজ ,সিরাজ,
,মুন্না,ইরফান,মনির তানভিরসহ এক ঝাঁক তরুণ।
কাজের ফাঁকে ফারুক পিয়ারো জানান, সবাই মিলে কাজ করতে গিয়ে আনন্দ লাগছে।
এত দিন খুব কষ্ট করছি। এখন নিজের সড়ক নিজেরা তৈরি করছি। ভালো লাগছে।

 

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান (চট্টগ্রাম)