উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউটিউবে থাকা কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনের পৃষ্ঠায় এখন লেখা রয়েছে, ‘ইউটিউব সম্প্রদায়ের নীতিমালা লঙ্ঘনের কারণে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।’
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আমেরিকার কোনো কোম্পানি ও নাগরিককে পিয়ংইয়ং-এর প্রচার-প্রপাগান্ডা সম্পর্কিত বিভাগের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
টেলিভিশন চ্যানেলটি কিম জং উনের জীবনযাত্রা থেকে শুরু করে পারমাণবিক পরীক্ষা পর্যন্ত সবই সম্প্রচার করে।
কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন চ্যানেলের পেজে বলা হয়েছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে চ্যানেলটি বন্ধ করা হয়। লস এঞ্জেলেস টাইমস