ইয়েমেনে হামলার পেছনে যুক্তরাজ্যের ইন্ধন

0
293

ইরান দাবি করেছে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি শাসকগোষ্ঠীর হামলায় ব্রিটেনের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। সম্প্রতি ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্যের দুই মন্ত্রীর এমন অভিযোগের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে সোমবার  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পেনি মোরডন্ট দাবি করেন, ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে।

বাহরাম কাসেমি এ সম্পর্কে বলেন, ইয়েমেন আগ্রাসনে ব্রিটেন সৌদি আরবের জন্য তার অস্ত্রের ভাণ্ডার খুলে দিয়েছে। সেইসঙ্গে রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহযোগিতা দিচ্ছে লন্ডন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইয়েমেন সংকটের দায় অন্যের কাঁধে চাপানোর আগে ব্রিটেনের উচিত অবিলম্বে নিজের ‘সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী’ তৎপরতা বন্ধ করা।