ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার জানাজা শেষ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন মেয়র আনিসুল হক।
যুক্তরাজ্যে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। এর পর অধিকাংশ সময় হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।
শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদেই আনিসুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়। এ জানাজায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।