টানা ১৭ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। সংযুক্ত আরব আমিরাতে সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়েছেন।

জাবিউল্লাহ মুজাহিদ জানান, সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেবেন।

এর আগে অন্তত দুই দফায় তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত মার্কিন শান্তিদূত জালমাই খলিলজাদ। আর এই বৈঠক সফল হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের ঘোষণা দিল তালেবান

সূত্র: রয়টার্স