শনিবার দুপুরে লন্ডন থেকে আনিসুল হকের কফিন আসার পর বনানীতে তার বাড়িতে যান প্রধানমন্ত্রী। তার আগে স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। দুপুর পৌনে ২টার দিকে আনিসুল হকের বাড়িতে যান প্রধানমন্ত্রী; আধা ঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি।
প্রধানমন্ত্রীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হকের স্ত্রী রুবানা। আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকও সেখানে ছিলেন। শেখ হাসিনা আনিসুল হকের কফিনের সামনে মোনাজাত করে পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন কিছুক্ষণ।
চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া আনিসুল হক গত ৩০ নভেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর সেখান থেকে তার লাশ নেওয়া হয় বনানীর বাড়িতে।
বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে আনিসুল হককে।
আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হকের রাজনীতিতে পা রাখাকে চমক হিসেবেই দেখেছিল সবাই।