Home আজকের গরম খবর আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস

আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস

0
আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস

শুরু হলো পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার মাসব্যাপী পবিত্র রোজার প্রথম দিন। আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখার খবর জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (আজ) থেকে রমজান মাস গণনা শুরু হবে।

চাঁদ দেখা যাওয়ার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গত রাতে এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়েন এবং ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদ্যাপন করবেন তাঁরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল থেকেই রমজান মাস শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবে বাংলাদেশের এক দিন আগে রোজা ও ঈদ হয়ে থাকে।