বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার নয়, আগের মতো তত্ত্বাবধায়ক সরকারই চায় বিএনপি।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এই সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। কারণ সহায়কের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তত্ত্বাবধায়ক প্রয়োজন।

নির্বাচনকালীন কিছু প্রক্রিয়ার কথা তুলে ধরে ব্যারিস্টার মওদুদ বলেন, ভোটের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। সেনাবাহিনী নামবে এবং তাদের পূর্ণ ক্ষমতা দিতে হবে।

তিনি আরো বলেন, সহায়ক সরকার থাকলে নির্বাচন কমিশনের (ইসি) ওপর ক্ষমতা প্রয়োগ হবে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।

শুধু তাই নয়, ইসির মাঠ পর্যায়ে লোক নেই। তারা কাজে লাগাবে প্রশাসনকে। আর প্রশাসন মানেই প্রধানমন্ত্রীর আওতা। এমন হলে সুষ্ঠু ভোট কোনোভাবেই সম্ভব না।

মওদুদ আহমদ বলেন, বিগত দুই বছর কোনো আন্দোলন হয়নি, সামনে নির্বাচন। তত্ত্বাবধায়কের দাবি আদায়ে প্রয়োজনে আবার আন্দোলনে মাঠে নামতে হবে। জনগণও এর অপেক্ষায় আছে।