ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোনো পরিচয়পত্র দেওয়া হবে না। তারা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র নিতে হবে। তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্ব স্ব কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেয়া হবে না; তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন/পরিবহন/স্বাস্থ্যসেবা/পাঠাগার প্রভৃতির কোনটিই ব্যবহার করার সুযোগ নেই উল্লিখিত কলেজ/ইনস্টিউটের শিক্ষার্থীদের। তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাদি গ্রহণ করবে।
সম্প্রতি সরকারি সাত কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। যার কারণে অধিভুক্ত-উপাদানকল্প শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট নিয়ম করে দিল।