পূর্বঘোষণা অনুযায়ী স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মিছিলটি নয়াপল্টন থেকে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ গিয়ে শেষ হবে। আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা পূর্বঘোষিত এ র্যালিতে অংশ নিয়েছেন।
এর আগে আজ দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকেই দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে।