স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিকপাড়ার বিশেষ নিরাপত্তা

0
596

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ার নিরাপত্তায় বিশেষভাবে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার গুলশান-বনানী এবং আশপাশে বাড়তি নিরাপত্তার চিত্র চোখে পড়েছে।

গোটা এলাকার নিরাপত্তায় তল্লাশি চৌকিগুলোয় ‘অনগার্ডে’ পুলিশ অবস্থান নিয়েছে। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। গুলশানে প্রবেশমুখে পুলিশকে বেশি সতর্ক দেখা যায়। পুলিশ বলছে, স্বাধীনতা দিবস কেন্দ্র করে যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে গুলশানের কূটনৈতিক জোনসহ আশপাশে নিরাপত্তায় কড়াকড়ি অব্যাহত রয়েছে।

কেবল গুলশানই নয়, রাজধানীসহ সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কার কথা স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, স্বাধীনতা দিবস এবং সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার পর কৌশলগত কারণেই বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সারা দেশের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ।