তফসিল ঘোষণার পর আলোচনা করে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সেনাবাহিনী সোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। তারা (ঐক্যফ্রন্ট) সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন, সিইসি তাদের জানিয়েছে এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিলের পর নির্বাচন কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশন সচিব বলেন, ওনারা (ঐক্যফ্রন্ট নেতারা) বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ নভেম্বর আলোচনা রয়েছে তাদের, তাতে নজর রাখতে বলেছেন। তফসিল ঘোষণার একমাত্র এখতিয়ার ইসির। নির্বাচন কমিশন সেটা খেয়াল করে দেখবেন। তবে ৮ তারিখের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়ে রয়েছে। আমার মনে হয় না পরবর্তীতে নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন। আগামী ৮ নভেম্বর এ বিষয়ে বৈঠক, কিন্তু ৭ তারিখের ফলাফল ওখানে প্রতিফলিত হতে পারে।
তিনি বলেন, তারা ইভিএম ব্যবহার না করার কথা জানিয়েছে। কমিশন বলেছে, সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি কেন্দ্রে বা কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হবে তা চূড়ান্ত হয়নি।