শ্রীলঙ্কা হামলায় জড়িত সন্দেহে ৪০ জনকে আটক

0
854

রবিবার ইষ্টার সানডেতে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেল ভয়াবহ বোমা হামলা করা হয়। ওই হামলার  ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে এক সিরীয় নাগরিককে হেফাজতে নিয়েছে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার পুলিশ ও সেনাসূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে।

শ্রীলঙ্কার একটি সূত্র জানিয়েছে, ওই হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এক সিরীয় নাগরিককে আটক করেছে পুলিশের তদন্ত বিভাগ। আরো দুই কর্মকর্তা এই আটক ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বিতীয় আরেকটি সূত্র বলছে, স্থানীয় সন্দেহভাজন নাগরিকদের জিজ্ঞাসাবাদের পর ওই সিরীয়কে আটক করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, ওই হামলায় এখন পর্যন্ত ৩১০ জনের নিহত হওয়ার খবর মিলেছে। ওই হামলায় জড়িত সন্দেহে ৪০ জনকে আটক করা হয়েছে।