প্রবাসের মাটিতে থেকেও প্রিয় নেতাকে হারানোর ব্যথা ভুলে যায়নি তার অনুসারিরা । তাই প্রতিবারের মত এইবারও আসছে ৪ঠা জুন ২০১৬ বাংলাদেশ জাতিয়তাবাদি দল জার্মান শাখা আয়োজন করতে যাচ্ছে তাদের প্রান প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের। জিয়ার সৈনিকদের হয়েই আমরা জার্মান বাংলা সকলের কাছে পৌঁছে দিচ্ছি দাওয়াত পত্রটি ।
অনুষ্ঠানে সভাপতিত্ত করবেন জাতিয়তাবাদী দল জার্মান শাখার সভাপতি দেওয়ান সফিকুল ইসলাম, পরিচালনা করবেন জাতিয়তাবাদী দল জার্মান শাখার সাধারন সম্পাদক মাসুদ রেজা।
সার্বিক তত্তাবদায়নে থাকবেন , আওলাদ হোসেন , মোজাম্মেল হক, মোরশেদুজ্জামান শ্যামল, মিজানুর রাহমান ফিরুজ, ফারুখ আলম, সেলিম ব্যাপারী চঞ্চল, জাহিদ হোসেন শ্যামল, জুয়েল খান, মঞ্জু সরকার , এমদাদ হোসেন , সেলিম রেজা, দেলোয়ার হোসেন ঝন্টু , আসিফ ইকবাল ভুইয়া, নিয়াজ হাবিব, মোহাম্মাদ ইমরান হোসেন , নাসের আলম, হেদায়েতুন্নাবি রুমেল, দুলাল , শহিদ ।
সময় : ৪ঠা জুন ২০১৬ রোজ শনিবার ১৮:০০ ঘটিকা
স্থান : Mainfeld Raum für Kultur. Im Mainfeld.6 60528 Frankfurt /M (Niederrad)