Home আজকের গরম খবর লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

0
লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকালে লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় প্রবেশের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টা উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন।