শুক্রবার সকালে ওই স্টেশনে জনাকীর্ণ টিউব রেলের একটি কামরায় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। সোশাল মিডিয়ায় আসা ছবির বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থলে সাদা রঙের একটি বাস্কেট জ্বলতে দেখা গেছে।

বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। কি থেকে আগুনের সূত্রপাত তা এখনও পুলিশ নিশ্চিত হতে না পারলেও সন্ত্রাস-বিরোধী পুলিশের উর্ধ্বতন জাতীয় সমন্বয়ক কমিশনার নীল বসু একে ‘সন্ত্রাসী’ ঘটনা বলেই ঘোষণা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ৮টার পর ফুলহ্যাম এলাকার ‘পারসনস গ্রিন’ স্টেশনে ওই বিস্ফোরণের পর আতঙ্কিত যাত্রীরা ছুটোছুটি শুরু করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠানোর কথা জানায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।

বিবিসি লন্ডনের প্রেজেন্টার রিজ লতিফ কাজে যাওয়ার পথে ওই স্টেশনেই ছিলেন ঘটনার সময়। তিনি জানান, ট্রেন থামা মাত্র বিস্ফোরণের মত একটা শব্দ হয় এবং তারপর যাত্রীরা আতঙ্কে হুড়মুড় করে ট্রেন থেকে নামতে শুরু শুরু করে। দ্রুত সরে যাওয়ার চেষ্টায় ধাক্কাধাক্কিতে অনেকে আঘাত পান।