ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের

0
361

কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন আজাদ জম্মু ও কাশ্মীরের ( এজেকে) প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান৷ তিনি কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার পাকিস্তানের মুজাফ্ফারাবাদে অনুষ্ঠিত নৌবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সর্দার মাসুদ খান বলেছেন, কাশ্মীর নিয়ে একগুঁয়েমি করছে ভারত যা দক্ষিণ এশিয়াতে পারমাণবিক যুদ্ধ উসকে দিতে পারে।

তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে অন্য কোনো সমাধান নেই। পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না ভারত।

সর্দার মাসুদ বলেন, পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সবসময় শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে। কিন্তু ভারত সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷

সূত্র : টাইমস নাউ নিউজ