নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে তিনজন যাত্রী দেশে পৌঁছেছেন। তারা হলেন- মেহেদী হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলিমুন্নাহার অ্যানি।

আজ শুক্রবার বিকেলে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তারা বাংলাদেশের উদ্দেশে কাঠমান্ডু ছেড়েছেন।

এদিকে ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে কবির হোসেন, শাহিন ব্যাপারি, রাশেদ আহম্মেদকে আগামী রবিবার দেশে আনা হবে।