বিনা পয়সায় পড়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে জার্মানিতে
বিনা পয়সায় পড়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে জার্মানিতে

বিগত বছর গুলোতে উচ্চশিক্ষার জন্যে জনপ্রিয় দেশের তালিকাতে উপরে উঠে এসেছিল ইউরোপের দেশ জার্মানি। এর মাঝে প্রধান কারন ছিল : বিনা খরচে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার মান , জীবনযাত্রার মানের সাথে সাথে , উচ্চশিক্ষার পরের সুন্দর ভবিষ্যৎ । তার মাঝেও  বিনা খরচে উচ্চশিক্ষা ছিল জনপ্রিয়তার প্রধান কারন ।

এই নতুন বছরই কিছু কিছু ইউনিভার্সিটিতে ১৫০০ ইউরো প্রতি সেমিসটারে টিউশন ফি চালু করেছে। আগামি বছর থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে টিউশন ফি চালু করা হবে বলে ধারনা করা হচ্ছে । কিছু ২য় ডিগ্রির ক্ষেত্রে ফি এর পরিমান ৬৫০ ইউরো।

যে যে ইউনিভার্সিটি এই বছর থেকেই  টিউশন ফি চালু করেছে :

  • Universität Freiburg
  • Universität Stuttgart
  • Ruprecht-Karls-Universität Heidelberg
  • Universität Konstanz
  • KIT, Karlsruher Institut für Technologie
  • Universität Mannheim
  • Eberhard Karls Universität Tübingen
  • Universität Ulm

জার্মানির প্রদেশীও শিক্ষা গত বাজেটের সঙ্কোলানই  টিউশন ফি চালুর মুল কারন হিসেবে ধরা হচ্ছে ।

সুত্র : studying-in-germany