বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা

0
373

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বৌদ্ধমন্দির এলাকায় প্রচারণা শুরুর পর তাকে বাধা দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘ছাত্রলীগের কর্মীরা আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা চালিয়েছে।’

মির্জা আব্বাসের সহধর্মিনী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আজ বুধবার সকাল ১০টায় কমলাপুর স্কুলের সামনের এলাকায় নির্বাচনী জনসংযোগ করতে চেয়েছিলেন। সেখানে পথসভার পর বিকেল তিনটায় যাওয়ার কথা উত্তর বাসাবোতে।

সকালে প্রচারণায় নামার পর আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা তার নির্বাচনী প্রচার টিমের সদস্যদের ঘিরে রেখেছে, গণসংযোগ করতে দিচ্ছে না।