এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিকেলে বগুড়া সদর আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে তিনি নিজে সেখানে যাবেন, নাকি তার পক্ষ থেকে কেউ জমা দেবেন তা তিনি নিশ্চিত করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব ছাড়াও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া পৌরসভার মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা একে এম মাহবুবর রহমান।