Home আজকের গরম খবর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে পুলিশের নজর

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে পুলিশের নজর

0
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে পুলিশের নজর

নির্বাচনের আগে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ কারণে সাইবার জগতেও সতর্ক নজরদারি করবে পুলিশ। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানও শুরু হচ্ছে।

গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অর্ধবার্ষিক অপরাধ পর্যালোচনা সভায় (জানুয়ারি-জুন ২০১৮) এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নির্বাচন ঘিরে গুজব ছড়িয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই এবারের অপরাধ পর্যালোচনাসভার বেশির ভাগ আলোচনাই ছিল নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

পুলিশপ্রধান বলেন, পুলিশের পেশাদারি অভিযানের ফলে বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশের এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভায় অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এর আগেও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় গুজব ছড়ানো হয়েছে। এ কারণে নির্বাচনের আগে এমন অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ আশঙ্কার কারণে আগে থেকেই সতর্কতা বাড়ানো হবে। এ ক্ষেত্রে ছাত্র আন্দোলনের চেয়ে বেশি কঠোর হবে পুলিশ। ভুয়া পোস্ট দেওয়া ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।