শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আমরা তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। তিনি বলেন, প্রশ্নফাঁস মোকাবেলা আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি অন্যতম। এ চ্যালেঞ্জ সারাবিশ্বেই আছে। সেগুলোর জন্য আমরা কাজ করে যাব। সমালোচনা থাকলে তা আমরা দুজনে গুরুত্বসহকারে নেব।
এ সময় সচিবালয়ে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন- ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে তারা কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।