পতনের বৃত্তে পুঁজিবাজার

0
603

পতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম দুই দিনের মতো গতকালও পতন দিয়ে শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স (ডিএসই ব্রড ইনডেক্স) কমেছে ২৩ পয়েন্ট। এর আগে সপ্তাহের শুরুর দিন ২৪ পয়েন্ট এবং ২য় দিন ২৩ পয়েন্ট পতন হয়েছিল। গত তিন দিনে ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স গিয়ে দাঁড়ায় ৪৬৯৫ দশমিক ৭৯ পয়েন্টে।
গতকাল লেনদেনে হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সবচেয়ে বেশী লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার। এ কোম্পানির ১২ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৯ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। শেয়া লেনদেনে পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে সামিট অ্যালায়েন্স পোর্ট ৭ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা, লাফার্জ সুরমা সিমেন্ট ৭ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা, গ্রামীণফোন ৬ কোটি ৭১ লাখ ৫৮ হাজার টাকা। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচক ৫৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭২১ দশমিক ৮৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকা। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৩৮ লাখ টাকা। সেই হিসাবে ৯ কোটি টাকার লেনদেন কম হয়েছে।

সুত্রঃdailyinqilab.com