তিন তালাক প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে একটি অধ্যাদেশ পাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশটি পাশ হয়েছে। দেশটির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ কথা জানিয়েছেন। গতকাল রাতে দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ অধ্যাদেশে সই করেছেন।
অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে কারো বিরুদ্ধে এ অভিযোগ আসলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।
এখন থেকে কোনো নারী নিজে কিংবা তার রক্তের সম্পর্কীয় কেউ অভিযোগ করলে এটি অপরাধ হিসেবে আমলে নেয়া হবে।কিন্তু স্বামী-স্ত্রীর দুজন আপসরফায় চলে গেলে মামলা উঠে যাবে। মামলায় স্বামীকে জামিন দেয়া হবে কি-না স্ত্রীর বয়ান শোনার পরই আদালত সেই সিদ্ধান্ত নেবে।
এ মামলায় পুলিশও জামিন দিতে পারবে না। একমাত্র আদালতের বিচারপতিরই জামিন দেয়ার অধিকার রয়েছে। এখন থেকে ভারতে তিন তালাক ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।