একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করে দলটি। মনোনয়নপত্র বিক্রির এই প্রক্রিয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বিপুল উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপ্রত্যাশীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সংরক্ষিত আসনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৩০ হাজার টাকা। প্রথম দিনে ৬০৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। সে হিসাবে মনোনয়নপত্র বিক্রি করে গতকাল আওয়ামী লীগ সংগ্রহ করেছে এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেত্রী সুজাতা, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি ও শাহনুর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, সহশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমান, খালেদা খানম, শামীম সুলতানা, আসমা আকতার রুনা, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র কিনেছেন ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি।

ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘আমাদের দেশে পুরুষের পাশাপাশি এখন নারীরাও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। আমি মনে করি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’