Home আজকের গরম খবর ছাড়পত্র ছাড়া এফআর ভবন ব্যবহারের অনুমতি দেয়া হবে না

ছাড়পত্র ছাড়া এফআর ভবন ব্যবহারের অনুমতি দেয়া হবে না

0
ছাড়পত্র ছাড়া এফআর ভবন ব্যবহারের অনুমতি দেয়া হবে না

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এ ভবনের সামনে এসে  ঘোষণা দেন, বুয়েটের অ্যাসেসমেন্ট বা ছাড়পত্র ছাড়া এফআর ভবন ব্যবহারের অনুমতি দেয়া হবে না।

তিনি আরো বলেন, ‘ভবনটি ব্যবহারের উপযুক্ত কিনা সেটিও পরীক্ষা করে দেখতে হবে। কেননা আমাদের কারণে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে। এর পরে যদি এই ভবনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা অর্থাৎ রাষ্ট্র এর দায় এড়াতে পারব না।’

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আজকের মধ্যেই এখানে কাজের সমন্বয়ের জন্য অফিস স্থাপন করা হবে। সিটি উত্তর, রাজউক, ডিএমপি ও ফায়ার সার্ভিসের কাজ সমন্বিতভাবে করা হবে।’