সম্প্রতি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাতিল করে সৌদি আরব। এবার কানাডায় নাইন-ইলেভেন স্টাইলে হামলার পরোক্ষ ‘হুমকি’ দিয়েছে সৌদি আরব।

সোমবার সৌদি সরকারের এক টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেয়া হয়েছে।সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনটি বলছে, সৌদি সরকারপন্থী একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে কানাডার সঙ্গে সম্পর্কচ্ছেদ করার পর একটি ছবি প্রকাশ করা হয়। সে ছবিতে দেখা গেছে, কানাডার একটি বিমান টরেন্টোর বিখ্যাত সিএন টাওয়ারের দিকে যাচ্ছে। ছবিতে লেখা রয়েছে- ‘অন্যের বিষয়ে যারা হস্তক্ষেপ করে তারা এমন বিষয়ের মুখোমুখি হবে যা সন্তোষজনক নয়।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, ওই ছবিটিকে ৯/১১-এ টুইন টাওয়ারে হামলার ছবির সঙ্গে মেলানোর চেষ্টা করছেন অনেকেই।

তবে ছবিটি নিয়ে সমালোচনা শুরু হলে টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু ইতোমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ছবিটি ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে সৌদি গণমাধ্যম বলছে, কীভাবে এ ঘটনা ঘটেছে সৌদি সরকার তা তদন্ত করছে।