Home আজকের গরম খবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

0
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

 

পাসের হার কমার বিষয়কে শিক্ষায় সংখ্যাগত উন্নতি বলে মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হতাশ নন। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে খাতা মূল্যায়নে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সকালেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন তিনি। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

গত ১১ বছরের মধ্যে এবারের পাসের হার সর্বনিম্ন। খুব দ্রুত এবারের ফলাফল নিয়ে বিশ্লেষণ শুরু হবে। কোথায় তুলনামূলক পাসের হার কম, কোথায় বেড়েছে, কেন-ই বা এমন হচ্ছে ইত্যাদি নিয়েও আলোচনা চলবে।