Home আজকের গরম খবর আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে: নুরুল ইসলাম নাহিদ

আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে: নুরুল ইসলাম নাহিদ

0
আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে: নুরুল ইসলাম নাহিদ

আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে বলেন, আমার বক্তব্য বেশির ভাগ গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলেও কতিপয় পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে তা খণ্ডিতভাবে প্রকাশ হয়েছে। এ জন্য আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এর আগে গত রবিবার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী দুর্নীতি নিয়ে বলেছিলেন, ‘ঘুষ খান, কিন্তু সহনশীল মাত্রায় খান।  খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর… সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে। ‘ এমন বক্তব্যের পর তোলপাড় সৃষ্টি হয়। তারই জবাব দিতে ডাকা প্রেস ব্রিফিংয়ে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বিশিষ্টজনদের কেউ কেউ কতিপয় মিডিয়ার খণ্ডিত ও ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে নানা প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশে সবিনয়ে বলতে চাই- সুদীর্ঘ কাল ধরে আপনারা আমার সততার সংগ্রাম, নীতি-আদর্শ, কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ বিষয়ে অবগত। মিডিয়ার খণ্ডিত ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করার আগে সরাসরি আমাকে প্রশ্ন করলে অনেক বেশি খুশি হতাম।