Home আজকের গরম খবর আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

0
আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুথি।

দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা। খবর প্রেস টিভির।

ইয়েমেনের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেনের সেনারা ও তাদের মিত্ররা দেশীয় প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার সামাদ-৩ ড্রোন দিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ হামলা হয়।

এর আগে গত ২৬ জুলাই ইয়েমেনের হুথি যোদ্ধারা একই ধরনের ড্রোন ব্যবহার করে আরব আমিরাতের রাজধানী আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল।