অক্টোবরেই জাতীয় পার্টির ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুই দিনের সফরে রংপুরে এসে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেনপাড়ার ‘স্কাই ভিউ’ বাসভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাবে কিনা জানি না। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার জন্য সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে। ২০ অক্টোবরের পর ৩শ’ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জাতীয় ঐক্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় ঐক্যে আমি নেই। তাই এ বিষয়ে কোনো মন্তব্যও নেই। এ সময় রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ বলে মন্তব্য করে এরশাদ বলেন, এই দুর্গ ভাঙার সাধ্য কারো নেই।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের সচিব মেজর (অব) খালেদ আখতার, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীরসহ অন্যান্য নেতারা।